১৪০০ শতাংশ মুনাফা বৃদ্ধির প্রত্যাশা স্যামসাংয়ের

প্রকাশ: জুলাই ০৭, ২০২৪

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১ হাজার ৪০০ শতাংশ বেশি মুনাফা করতে পারে স্যামসাং ইলেকট্রনিকস। এ হিসাবে কোম্পানিটির মুনাফা হতে পারে ১০ দশমিক ৪ ট্রিলিয়ন ওন বা ৭৫৪ কোটি ডলার। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমাগত বিস্তৃতির কারণে চিপের দাম বেড়ে গেছে। এ প্রেক্ষাপটে শীর্ষ মেমোরি চিপ প্রস্তুতকারক কোম্পানিটি সম্প্রতি মুনাফা বৃদ্ধির এ পূর্বাভাস দিয়েছে। এর আগে মার্চে হওয়া প্রান্তিকে ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১০০০ শতাংশ বেশি মুনাফা করেছিল স্যামসাং। খবর বিবিসি ও ছবি স্যামসাং


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫