বিশ্বকাপে খেলতে না পারা দলের কাছে বিশ্ব চ্যাম্পিয়নদের হার

প্রকাশ: জুলাই ০৬, ২০২৪

ক্রীড়া ডেস্ক

সদ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আসা ভারতকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৩ রানে হারিয়ে দিল জিম্বাবুয়ে, যারা নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বই পার হতে পারেনি! যদিও জিম্বাবুয়ের সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত। এই দলে বিশ্বকাপজয়ীদের কেউই নেই।

 

হারারেতে আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১১৫ রান তুলতে সমর্থ হয় জিম্বাবুয়ে। লেগস্পিনার রবি বিষ্ণয় চারটি ও অফস্পিনার ওয়াশিংটন সুন্দর দুটি উইকেট নেন। জিম্বাবুয়ের ক্লাইভ মাদেন্দে ২৯, ডিওন মায়ার্স ২৩ ও ব্রায়ান বেনেট ২২ রান করেন।

 

ছোট টার্গেট তাড়া করতে নেমে জিম্বাবুয়ে পেস ও স্পিনের সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে ভারত। প্রথম ওভারেই অভিষেক শর্মাকে ফেরান ব্রায়ান বেনেট। এরপর সিকান্দার রাজা (৩/২৫), তেন্দাই চাতারার (৩/১৬) দুর্দান্ত বোলিংয়ের মুখে অতিথি দলটি ১৯.৫ ওভারে ১০২ রানে গুটিয়ে যায়।


পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল জিম্বাবুয়ে। রোববার একই মাঠে দ্বিতীয় ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫