কুড়িগ্রামে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

প্রকাশ: জুলাই ০৬, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। এতে করে প্লাবিত হয়ে পড়েছে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়াসহ পার্শ্ববর্তী গ্রাম।

স্থানীয়রা জানান, শনিবার ভোররাতে বাঁধের একটি অংশ দিয়ে নদের পানি প্রবেশ করতে শুরু করে। পরে প্রখর স্রোতসহ পানি গ্রামে ঢুকতে শুরু করে। মুহূর্তেই মিয়াপাড়া গ্রামের সড়ক তলিয়ে ঘর-বাড়িতে প্রবেশ করে। এতে দুশ্চিন্তায় পড়েছেন এখানকার বাসিন্দারা। 

মিয়াপাড়ার বাসিন্দা আকবর আলী জানান, ‘বাঁধটি নির্মাণে বিলম্ব করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এভাবে পানি ঢুকতে থাকলে বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। গরু ছাগল উঁচু জায়গায় রেখে এসেছি। আমন চারাসহ অন্যান্য ফসল তলিয়ে গেছে। কি যে হবে বলা যাচ্ছে না। এক কথায় আমরা গ্রামবাসীরা আতঙ্কে আছি।’

নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান, ‘বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে বিষয়টি আমরা নজরে রাখছি।’ 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ‘দুধকুমারের পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আমরা সেখানে কাজ শুরু করব।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫