ফেনীতে কাঠের সেতু ভেঙে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

প্রকাশ: জুলাই ০৬, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি I ফেনী

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে নির্মাণ করা হচ্ছে স্থায়ী সেতু। বিশ্বব্যাংকের অর্থায়নে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ  সেতুর পাশে বিকল্প হিসেবে তৈরি করা কাঠের সেতু। গত বৃহস্পতিবার রাতে কালিদাস পাহালিয়া নদীর ওপর নির্মিত কাঠের সেতুটি ভেঙে গেছে। এতে নদীর আশপাশের ১০ গ্রামের মানুষ পড়েছে ভোগান্তিতে।

স্থানীয় বাসিন্দা আবদুল জব্বার, রহিম মিয়া, আবদুল হক, নিখিল দাসসহ অনেকে জানান, দ্রুত সেতুটি নতুন করে নির্মাণ করে না দিলে উল্টো পথে ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে তাদের।

ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মামুন চৌধুরী বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে স্রোতে অস্থায়ীভাবে তৈরি কাঠের সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। অল্প সময়ের মধ্যে এটি চলাচলের উপযোগী করে তোলা হবে।’

ফেনী সদর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত জানান, বর্ষায় কচুরিপানা এসে কাঠের সেতুর নিচে জমা হওয়ায় স্রোতে ভেঙে পড়েছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নিতে ঠিকাদারকে বলা হয়েছে।



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫