যেভাবে অশ্বত্থামা হলেন অমিতাভ বচ্চন

প্রকাশ: জুলাই ০৬, ২০২৪

ফিচার ডেস্ক

সম্প্রতি আলোচিত বলিউড সিনেমাগুলোর একটি কল্কি ২৮৯৮ এডি। নির্মাতা নাগ অশ্বিনের কল্কিতে অভিনেতা অমিতাভ বচ্চনকে দেখা গেছে বহুল আলোচিত অশ্বত্থামা চরিত্রে। সিনেমা মুক্তির পর থেকেই চরিত্রটির জন্য প্রশংসায় ভাসছেন বিগ বি। এজন্য তাকে নিতে হয়েছে বেশ ভারী মেকআপ। আর মেকআপের পেছনে রয়েছেন ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী মেকআপ আর্টিস্ট প্রীতিশীল সিং। ভারতীয় বিনোদন মাধ্যম ম্যাশেবলের সঙ্গে একটি সাক্ষাৎকারে প্রীতিশীল জানিয়েছেন, কল্কি শুটিংয়ের সময়ের মেকআপ নিয়ে তার নানা অভিজ্ঞতা। চলচ্চিত্রের পুরো দলই অশ্বত্থামার চেহারা চেয়েছিল ভারতীয় পৌরাণিক কাহিনী ও ভবিষ্যৎ নকশার সংমিশ্রণে।

প্রীতিশীল বলেন, ‘বিগ বির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া এবং এ রকম আইকনিক কিছু করতে পারা আমার জন্য অনেক মূল্যবান। এটি ছিল অনেক বেশি আকর্ষণীয় কিছু। কারণ অশ্বত্থামা একটি আকর্ষণীয় চরিত্র, যা হাজার হাজার বছর ধরে জীবিত ছিল এবং কীভাবে তিনি তার চোখের সামনে পুরো গ্রহের অবনতি হতে দেখেছেন, সেই সঙ্গে মানুষ, প্রাণী, গাছ, সবকিছুরই।’

প্রীতিশীল জানিয়েছেন অমিতাভ বচ্চনের মেকআপ করার অভিজ্ঞতা। তিনি বলেন, ‘আমাদের কাছে প্রথম যে বর্ণনাটি এসেছিল তা ছিল তাকে (অমিতাভ) দেখতে অবশ্যই খুব বৃদ্ধ লোক বলে মনে হতে হবে। তিনি এমন একজন যাকে সাধারণ সমাজ থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং তার কাছে কোনো সম্পদ নেই। তার চারপাশ আবছা ও অন্ধকার। আমরা বার্ধক্য প্রক্রিয়ার সঙ্গে অনুপ্রেরণা হিসেবে এসব কিছুই সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছি এবং তারপর আমরা ডিজিটাল অংকন তৈরি করেছি।’

এছাড়া পরিচালক নাগ অশ্বিনের বিষয়ে বলতে গিয়ে প্রীতিশীল সিং বলেন, ‘আমরা মেকআপের জন্য নাগ অশ্বিনের পক্ষ থেকেও একটি বর্ণনা পেয়েছি। চরিত্রের নকশা অনুমোদিত হওয়ার পর আমরা আরো বেশকিছু পরীক্ষা করেছিলাম এ চরিত্রের মেকআপ নিয়ে। তবে শেষ পর্যন্ত আমরা যেভাবে কল্পনা করেছিলাম, সেভাবে তাকে পর্দায় দেখতে পেয়েছি।’

এ সিনেমায় অল্প বয়সী অশ্বত্থামা হিসেবে অমিতাভ বচ্চনের বেশকিছু রূপান্তর এবং তারপর বয়স্ক চরিত্রটিকে যেভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে সবকিছু মিলিয়ে কল্কিত অমিতাভের অভিনয় নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা। এদিকে কল্কি মুক্তির অষ্টম দিনেই বিশ্বব্যাপী আয় বেড়ে দাঁড়িয়েছে হাজার কোটি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫