ভুলে যাওয়া পারমিশন নিজেই সরিয়ে দেবে ক্রোম

প্রকাশ: জুলাই ০৬, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

ওয়েবসাইট ব্রাউজ করার সময় বিভিন্ন পরিষেবার জন্য পারমিশন দিতে হয়। এর মাধ্যমে ওয়েবসাইটটি ব্যবহারকারীর ডিভাইসের ক্যামেরা, লোকেশন, মাইক্রোফোন, স্টোরেজ প্রভৃতি ব্যবহারের অনুমতি পেয়ে থাকে। তবে পারমিশন দেয়ার পর অধিকাংশ ব্যবহারকারী তা ভুলে যান। এমন   পারমিশন রিমুভ বা মুছে দেয়ার ফিচার আনছে ইন্টারনেট ব্রাউজার ক্রোম। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। 

এখন থেকে কোনো ওয়েবসাইটে পারমিশন দেয়ার পর দীর্ঘ সময় তা ব্যবহার না করলে ব্রাউজারটি নিজে থেকেই পারমিশন সরিয়ে দেবে। সম্প্রতি ক্রোমের ডেভেলপার সংস্করণে ফিচারটি যুক্ত করা হয়েছে। এতদিন গুগল ক্রোমের ডেস্কটপ সংস্করণে ফিচারটি থাকলেও প্রথমবারের মতো স্মার্টফোন সংস্করণে এটি যুক্ত করা হবে। আশা করা হচ্ছে, কিছুদিনের মধ্যে সকল ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মোচন করবে গুগল। 



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫