চীনের সঙ্গে বড় ব্যবসায়িক চুক্তি আটকে দিয়েছে জার্মানি

প্রকাশ: জুলাই ০৬, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

চীনের বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ওপর ইউরোপীয় ইউনিয়নের ধার্য করা ৩৮ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর হয়েছে সম্প্রতি। এ নিয়ে ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের বাণিজ্য সম্পর্ক উত্তেজনাকর মুহূর্ত পার করছে। এর মাঝে ফক্সওয়াগন গ্রুপের একটি ব্যবসা চীনের কাছে বিক্রির প্রক্রিয়া আটকে দিয়েছে জার্মানি। জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে দেশটির সরকার। খবর সিএনএন।

এবারই প্রথম নয়, এর আগেও চীনের কাছে কারখানা বিক্রির একটি উদ্যোগ আটকে দেয় জার্মানি। এবারের ঘটনার মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে চীন-জার্মানির বাণিজ্যিক সম্পর্কের আরেক ধাপ অবনতি ঘটল।

ফক্সওয়াগন গ্রুপের প্রতিষ্ঠান ‘ম্যান এনার্জি সলিউশনস’ গত বছরের জুনে ঘোষণা দেয়, তারা গ্যাস টারবাইনের ব্যবসা চীনের কাছে বিক্রি করে দেবে। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিএসআইসি লংজিয়াং জিএইচ গ্যাস টারবাইন করপোরেশন এ ব্যবসা কেনার কথা ছিল। কিন্তু গত সেপ্টেম্বরে জার্মান সরকারের একটি পর্যালোচনা প্রতিবেদনে এ ব্যবসায়িক চুক্তি নিয়ে উদ্বেগ জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, চীন সরকার এ গ্যাস টারবাইন তাদের যুদ্ধজাহাজকে আরো শক্তিশালীকরণে ব্যবহার করতে পারে বলে উদ্বেগ জানানো হয়েছে। চীনের গাড়ি আমদানিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অতিরিক্ত শুল্কারোপের কয়েক সপ্তাহের ব্যবধানে জার্মান সরকারের এ সিদ্ধান্ত এল।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেন, ‘বিদেশী বিনিয়োগকে বার্লিন সবসময় স্বাগত জানায়। কিন্তু যাদের সঙ্গে সবসময় সুসম্পর্ক ধরে রাখা সম্ভব হয় না, তাদের কাছ থেকে দেশের জননিরাপত্তাবিষয়ক প্রযুক্তি অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।’ 

একই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফায়েসার। তিনি বলেন, ‘নিরাপত্তা বিবেচনায় আমি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই।’ 

জার্মান সরকারের হিসাবে, গত বছর চীনের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ২৭ হাজার ৫০০ কোটি ডলার। কিন্তু জার্মানি স্থানীয় উৎপাদন ও চীননির্ভরতা কমানোর ব্যাপারে জোর দেয়ায় সাম্প্রতিক বছরগুলোয় বেইজিংয়ের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটেছে।  ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর পর মস্কোর সঙ্গেও বার্লিনের সম্পর্কের অবনতি ঘটে।

জার্মানির এবারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় গত বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বেইজিং স্বাভাবিক ব্যবসা-বাণিজ্যের রাজনীতিকীকরণ বরাবরই প্রত্যাখ্যান করে। আশা করি চীনের কোম্পানিসহ বিশ্বের সবার জন্য জার্মানি স্বচ্ছ ও নিরপক্ষে ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে।’         

জার্মানি এর আগে ২০২২ সালের নভেম্বরে তাদের সেমিকন্ডাক্টর তৈরির একটি কারখানা চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রক্রিয়া আটকে দেয়। ওই সময়ও জাতীয় নিরাপত্তাকে কারণ দেখিয়েছিল বার্লিন।

‘ম্যান এনার্জি সলিউশনস’ জানিয়েছে, সরকারের সিদ্ধান্তের প্রতি তাদের শ্রদ্ধা আছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘গ্যাস টারবাইন বিভাগ বন্ধ করতে আমরা এখন একটি কাঠামোগত প্রক্রিয়ার ভেতর দিয়ে যাব। কয়েক মাসের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে।’

উল্লেখ্য, চীনা ইভির বিষয়ে ইইউর সিদ্ধান্ত নিয়ে সর্বপ্রথম প্রতিক্রিয়া জানিয়েছিল জার্মানি। ওই সময় জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ জানিয়েছিলেন, ইইউর বাড়তি শুল্কারোপ দীর্ঘমেয়াদে নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে। বিশেষ করে জার্মানির কর্মসংস্থান তৈরির ক্ষেত্রগুলো প্রভাবিত হবে। এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘বিচ্ছিন্নতা ও অতিরিক্ত শুল্কসংক্রান্ত বাধা সবকিছুকে আরো ব্যয়বহুল করে তোলে। আমরা আমাদের বাজার বিদেশী কোম্পানিগুলোর জন্য বন্ধ করি না। কারণ আমাদের কোম্পানিগুলো এমন কিছুর সম্মুখীন হোক সেটা আমরা চাই না।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫