ভারতে বিক্রি বেড়েছে তিন গাড়ি কোম্পানির

প্রকাশ: জুলাই ০৬, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

ভারতীয় অটো বাজারে নেতৃত্বে থাকা তিন গাড়ি কোম্পানির বিক্রি বেড়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে স্থানীয় অটোমোবাইল কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (এমঅ্যান্ডএম)। এসইউভির ক্ষেত্রে ২০২৩ সালের একই সময়ের তুলনায় জুনে ২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে কোম্পানিটি। একই মাসে টয়োটার গাড়ি বিক্রি বেড়েছে ৪০ শতাংশ। ৯ দশমিক ৮০ শতাংশ বিক্রি বেড়েছে কিয়া ইন্ডিয়ার। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

এমঅ্যান্ডএম জানিয়েছে, জুনে কোম্পানিটি ৪০ হাজার ২২টি এসইউভি ধাঁচের গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি। গত বছরের জুনে ৩২ হাজার ৫৮৮টি গাড়ি বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি। 

এমঅ্যান্ডএমের অটোমোটিভ ডিভিশনের প্রেসিডেন্ট বিজয় নাকরা বলেন, ‘জুনে আমরা এসইউভি, ট্রাক ও পিকআপসহ মোট ৬৯ হাজার ৩৯৭টি গাড়ি বিক্রি করেছি, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। এর মধ্যে এসইউভির সংখ্যা ৪০ হাজার ২২।’ 

ভারতের টয়োটা কির্লোস্কার মোটর (টিকেএম) জানিয়েছে, জুনে তারা ২৭ হাজার ৪৭৪টি গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। এর মধ্যে স্থানীয় বাজারে বিক্রি হয় ২৫ হাজার ৭৫২ ইউনিট। বাকি ১ হাজার ৭২২ ইউনিট বিভিন্ন দেশে রফতানি হয়েছে।

টিকেএম জানিয়েছে, গত ছয় মাসের হিসাবেও তাদের গাড়ি বিক্রি আশানুরূপ বেড়েছে। গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে টয়োটার গাড়ি বিক্রি বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।

চলতি বছরের প্রথম ছয় মাসে টয়োটা ব্র্যান্ডের গাড়ি বিক্রির পরিমাণ ১ লাখ ৫০ হাজার ২৫০টি, যা গত বছরের একই সময়ে ছিল ১ লাখ ২ হাজার ৩৭১টি।

টিএমকের ভাইস প্রেসিডেন্ট (সেলস, সার্ভিস, ইউসড কার বিজনেস) সাবারি মনোহর বলেন, ‘এর আগে কখনো এক মাসে আমরা এত গাড়ি বিক্রি করতে পারিনি। আমাদের পুনরুজ্জীবিত কৌশলের কারণে এটি সম্ভব হয়েছে।’

কিয়া ইন্ডিয়ার গাড়ি বিক্রি গত জুনের তুলনায় ৯ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। গত মাসে তারা ২১ হাজার ৩০০টি গাড়ি বিক্রি করে। গত বছরের জুনে এর পরিমাণ ছিল ১৯ হাজার ৩৯১টি। গত মাসে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তাদের নতুন ‘সনেট’ মডেলের গাড়ি। এ মডেলের ৯ হাজার ৮১৬টি গাড়ি বিক্রি করেছে তারা।

জুনে কিছু প্রতিষ্ঠানের গাড়ি বিক্রির পরিমাণ কমেছে। এ তালিকায় রয়েছে জেএসডব্লিউ এমজি মোটর ইন্ডিয়া। ২০২৩ সালের জুনের তুলনায় এবার তাদের গাড়ি বিক্রি কমেছে ৯ দশমিক ৩৮ শতাংশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫