ঠাকুরগাঁও সীমান্তে বিএসএসফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশ: জুলাই ০৫, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলার নাগরভিটা সীমান্ত পিলার ৩৭৬/৫এস স্থানে এ ঘটনাটি ঘটে। 

নিহত রাজু মিয়া (২৭) উপজেলার গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ওসি বলেন, বাংলাদেশের জগদল ও নাগরভিটা ক্যাম্পের মাঝামাঝি জায়গায় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। বর্তমানে তার মরদেহ ভারতীয় বিএসএফ এর কাছে রয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, ‘আমরাও ঘটনাটা শুনেছি। তবে সে বাংলাদেশী নাকি ভারতীয় তা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা পতাকা বৈঠকের জন্য তাদেরকে আহবান করেছি। পতাকা বৈঠকের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫