সচিব সভা : দুর্নীতিবাজ কর্মকর্তারা যেন পদোন্নতি না পান

প্রকাশ: জুলাই ০৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

অনেক সময় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা পদোন্নতি ও ভালো জায়গায় পদায়ন পেয়ে যান। এটা যেন কোনোভাবে না হয়, সেজন্য সচিবসহ দপ্তরপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কৃচ্ছ্র সাধন করতে হবে। কেনাকাটার ক্ষেত্রে পণ্য দেশে আনার আগে তা দেখতে বিদেশে যাওয়া যাবে না।

গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সচিব সভায় এসব বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেয়া হয়। সচিবদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় সুশাসনের ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্নীতিবিরোধী মনোভাবও প্রকাশ পায়। সভায় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সভাপতিত্ব করেন। এতে সরকারের প্রায় সব সচিব উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নিয়ে সরকারের একজন জ্যেষ্ঠ সচিব বলেন, ‘যেসব কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় ও বিভাগে নামে-বেনামে অভিযোগ এলেও খুব একটা আমলে নেয়া হয় না।’

আলোচনায় অংশ নিয়ে আরেক জ্যেষ্ঠ সচিব বলেন, দুর্নীতি সবাই করেন না। অল্প কয়েকজন দুর্নীতি করেন। দায় পড়ে সবার ওপর।’

সভায় জানানো হয়, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ সংশোধন করা হচ্ছে। সরকারি সূত্রমতে, প্রস্তাবিত বিধিতেও সরকারি কর্মচারীদের সম্পত্তির ঘোষণা দেয়ার বিধান রাখা হচ্ছে। প্রস্তাবিত বিধি অনুযায়ী চাকরিতে যোগদানের পাশাপাশি সরকার নির্ধারিত সময়ে কর্মচারীকে নিজের ও তার পরিবারের সদস্যদের সম্পত্তির ঘোষণা দিতে হবে।

তবে প্রস্তাবিত বিধিমালাটি এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে। তাড়াতাড়ি এটি সংশোধন করা হবে। এ বিষয়ে সচিব সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিধিমালা দ্রুত যুগোপযোগী করে চূড়ান্ত করা হচ্ছে।’

সচিব সভায় উপস্থিত একজন সচিব বলেন, ‘যেহেতু আদালতের আদেশ আছে, সুতরাং সম্পত্তির ঘোষণা করতে হবে। এটি বিদ্যমান আইনেও আছে।’

সচিবালয়ে বিকাল সাড়ে ৪টায় শুরু হওয়া এ বৈঠক শেষ হয় সন্ধ্যায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সভায় শুদ্ধাচার বিষয়ে কিছু আলোচনা হয়েছে। এছাড়া বাজেট বাস্তবায়ন এবং নির্বাচনী ইশতেহার নিয়েও আলোচনা হয়েছে। কিছু দাপ্তরিক কাজে প্রধানমন্ত্রী সময়ে সময়ে যে নির্দেশনাগুলো দিয়েছিলেন সেগুলো যেন যত্নসহকারে গুরুত্ব দিয়ে অনুসরণ করা হয়, সে ব্যাপারে সভায় পরামর্শ দেয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যে শুদ্ধাচার কৌশলটি আছে, সেটি প্রায় ১২ বছর হয়ে গেছে। এটি এখন যুগোপযোগী করার চিন্তাভাবনা করা হচ্ছে। সে প্রসঙ্গে আলোচনা হয়েছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫