হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ

শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবি

প্রকাশ: জুলাই ০৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

তিন দফা দাবিতে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল সকালে মহাখালীর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ফটকে তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচি পালনের পর আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

তিন দফা দাবির মধ্যে রয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলে পরিচালনা পর্ষদ ও বিভাগীয় নির্বাহী পরিষদে ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) চিকিৎসকদের অগ্রাধিকার দেয়া, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে বিএইচএমএস ডিগ্রিধারীদের নিয়োগ প্রদান করা ও সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতি শিক্ষাবর্ষে ভর্তিকৃত আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইনের (২০২৩) আলোকে নবপ্রতিষ্ঠিত ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল’-এর পরিচালনা পর্ষদ ও নির্বাহী পরিষদ গঠনে সরকার উদ্যোগ গ্রহণ করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫