জুনে ভারতের কয়লা উত্তোলন বেড়েছে

প্রকাশ: জুলাই ০৫, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

ভারতের কয়লা উত্তোলন চলতি বছরের জুনে গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। এ সময় দেশটি ৮ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টন কয়লা উত্তোলন করেছে। গত অর্থবছরের জুনে যা ছিল ৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার টন। ভারত সরকারের প্রকাশিত অস্থায়ী পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। খবর হেলেনিক শিপিং নিউজ।

ভারতের কয়লা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এর মধ্যে জুনে কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল) কয়লা উত্তোলন করেছে ৬ কোটি ৩১ লাখ টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৮৭ শতাংশ বেশি। অভ্যন্তরীণ কয়লা উত্তোলনের ৮০ শতাংশেরও বেশি উত্তোলন করে কোল ইন্ডিয়া।

এছাড়া জুনে ভারত মোট কয়লা রফতানি করেছে ৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১৫ শতাংশ বেশি। 

চীনের পর বৈশ্বিক কয়লা উত্তোলনে বড় হিস্যা ভারতের। ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় এ কয়লার বড় একটি অংশ যাচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। এ কারণে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে উত্তোলন। এর আগে ভারতে চলতি বছরের মে মাসে কয়লা উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। কয়লা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মে মাসে দেশটি মোট ৮ কোটি ৩৯ লাখ ১০ হাজার টন কয়লা উত্তোলন করেছে, যা গত বছরের মে মাসে ছিল ৭ কোটি ৬১ লাখ ৮০ হাজার টন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫