তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে সম্মান করতে হবে: চীনা রাষ্ট্রদূত

প্রকাশ: জুলাই ০৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

তিস্তা নদীতে প্রকল্প নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে আমাদের সবার সম্মান করতে হবে বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ‘বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে আমরা পরিকল্পনা করেছি। যার বিস্তারিত যথাসময়ে ঘোষণা করা হবে। 

বৃহস্পতিবার সকালে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরসহ দুই দেশের সম্পর্কের নানা বিষয় নিয়ে কথা বলেন চীনা রাষ্ট্রদূত।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ রিজার্ভ-সংকট মোকাবেলায় সহযোগিতা চেয়ে চীনকে নতুন প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফরে এ নিয়ে নতুন ঘোষণা আসবে। 

প্রধানমন্ত্রীর এবারের চীন সফরে দুই দেশের কৌশলগত উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে আমরা পরিকল্পনা করেছি। যার বিস্তারিত যথাসময়ে ঘোষণা করা হবে।

তিস্তা প্রকল্পে চীনের অর্থায়নের বিষয়ে ইয়াও ওয়েনের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, তিস্তা নদী বাংলাদেশের সীমানায়। এটি বাংলাদেশের নদী। তিস্তা নদীতে প্রকল্প নেয়ার সিদ্ধান্ত বাংলাদেশ নেবে। তিস্তা যেহেতু বাংলাদেশের নদী, তাই বাংলাদেশ তার অংশে যেকোনো প্রকল্প নিতে পারে। তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চীন প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ সমীক্ষা করার কথা বলেছে। এখন প্রস্তাব গ্রহণ করার বিষয় বাংলাদেশের। চীন সেই সিদ্ধান্তে সম্মান জানাবে।


চীনা রাষ্ট্রদূত বলেন, এ সফরে দুই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অপার সম্ভাবনা সৃষ্টি করবে। দুই দেশের মধ্যে ‘উইন-উইন’(উভয় পক্ষ লাভবান) পরিস্থিতি সৃষ্টি হবে।  ইয়াও ওয়েন বলেন, ব্রিকসের সদস্য হতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫