প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর

‘বিদ্যুৎ-জ্বালানির সাত প্রকল্পে এক বিলিয়ন ডলারের প্রস্তাব দেয়া হবে’

প্রকাশ: জুলাই ০৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরকে কেন্দ্র করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলারের প্রস্তাব দেয়া হবে। এর মধ্যে মহেশখালীতে এলএনজি পরিবহনে গ্যাসের সমান্তরাল পাইপলাইন এবং বিদ্যুৎ সঞ্চালনের জন্য ছয় প্রকল্পে এ প্রস্তাব দেয়া হবে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানান। তিনি বলেন, এরই মধ্যে জিটুজি ভিত্তিতে গ্যাসের সঞ্চালন পাইপলাইনে আনার জন্য আলোচনা হয়েছে।

গ্যাসের সরবরাহ বৃদ্ধি নিয়ে নসরুল হামিদ বলেন, আমরা পরিকল্পনা করেছি, ২০২৭ সালের মধ্যে দেশে কোনো গ্যাস সংকট থাকবে না। এজন্য আমরা বেশকিছু পরিকল্পনা নিয়েছি। এর অংশ হিসেবে আমরা চীনকে গ্যাস পাইপ লাইনের প্রস্তাব দিচ্ছি।

তিনি জানান, চলতি মাসে নেপালের বিদ্যুৎ আনতে চুক্তি করে ফেলতে পারব বলে আশা করছি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫