সীমান্ত বিরোধ নিরসনে বৈঠক করেছেন ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: জুলাই ০৪, ২০২৪

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন করেছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) কাজাখস্তানে  সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে দেখা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় জয়শঙ্কর  ও ওয়াং ইয়ে সীমান্ত বিরোধ নিরসন নিয়ে আলোচনা করেন।

আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের পর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে নয়াদিল্লী।

ভারত ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই মন্ত্রী একমত হয়েছেন যে সীমান্ত এলাকায় বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত করার উদ্দেশ্য কোনো পক্ষেরই নেই।

উল্লেখ্য, ২০২০ সালের ৫ মে গালওয়ানের কাছে প্যাংগং টো এলাকায় হিংসাত্মক সংঘর্ষের পর বাণিজ্য ব্যতীত সম্পর্কে ভাটা পড়েছে চীন ও ভারতের। সংঘাতের পর থেকে উভয় পক্ষ অচলাবস্থা সমাধানের জন্য এ পর্যন্ত ২১ দফা কর্পস কমান্ডার পর্যায়ের আলোচনা করেছে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫