সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া পর্যটকরা

প্রকাশ: জুলাই ০৪, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রাঙ্গামাটি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি ছেড়েছেন আটকে পড়া পর্যটকরা। গত সোমবার সাজেকে গিয়ে বাঘাইহাট-সাজেক সড়কের একটি অংশ পানিতে তলিয়ে আটকে পড়েন তারা। একদিন আটকে থাকার পর গতকাল সকাল থেকে পর্যটকবাহী ও ব্যক্তিগত গাড়িতে সাজেক ছেড়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন তারা।

সাজেক কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, গত মঙ্গলবার বিকেকা থেকে নতুন করে বৃষ্টি হয়নি। গতকাল সকালে বাঘাইহাট সড়কে জমে থাকা পানিও কমতে থাকায় পর্যটকরা সাজেক ছেড়ে চলে গেছেন। তবে গঙ্গারাম মুখে সড়কের কিছু অংশ পানিতে ডুবে রয়েছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই।

কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কাচালং ও গঙ্গারাম নদের পানি বেড়ে যায়। এতে পাহাড়ি ঢলে গত সোমবার রাতে বাঘাইহাট-সাজেক সড়কের বাঘাইহাট বাজার এলাকা ও মাচালং বাজার এলাকার সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাজেক পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে আটকা পড়েন প্রায় ৭০০ পর্যটক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫