‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবি

শিক্ষকদের সঙ্গে আজ বসছেন ওবায়দুল কাদের

প্রকাশ: জুলাই ০৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আলোচনার জন্য ডেকেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে এ আলোচনা হওয়ার কথা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ড. নিজামুল হক ভূঁইয়া ও যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. আব্দুর রহিম গতকাল বণিক বার্তাকে এ তথ্য জানিয়েছেন। ড. আব্দুর রহিম বলেন, ‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাদের ফোন করেছেন। আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের একটি প্রতিনিধি দল ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করবে।’

গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না আমাকে ফোন করেছিলেন। তিনি আমাকে বললেন, “আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে একটু কথা বলুন।” এরপর আমি তার (ওবায়দুল কাদের) কাছে শিক্ষকদের চলমান আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরলাম। ওবায়দুল কাদের বললেন, “আপনারা আরো দু-তিনজন শিক্ষকসহ আসুন।” তিনি বেশি লোকজন না নিয়ে যেতে অনুরোধ করেছেন।’

গত মার্চে সর্বজনীন পেনশন স্কিমে ‘প্রত্যয় স্কিম’ যুক্ত করে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের মাধ্যমে সব ধরনের স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোয় ২০২৪ সালের ১ জুলাই থেকে যোগ দেয়া কর্মকর্তা বা কর্মচারীদের এ স্কিমের আওতাভুক্ত করার ঘোষণা দেয়া হয়। এরপর গত ২০ মে সর্বজনীন পেনশন স্কিমসংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তারই ধারাবাহিকতায় ২৬ মে ৩৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেন শিক্ষকরা। ২৮ মে ২ ঘণ্টা ও ২৫-২৭ জুন তারা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। ১ জুলাই শুরু করেন সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫