দ্বিতীয় মেয়াদে বুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার

প্রকাশ: জুলাই ০৪, ২০২৪

অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারকে (পিআরএল ভোগরত) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো। উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। এর আগে ২০২০ সালের ২৫ জুন প্রথম মেয়াদে বুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। ২৬ জুন তার প্রথম মেয়াদের দায়িত্ব শেষ হয়।

অধ্যাপক সত্য প্রসাদের জন্ম ফেনী জেলার দাগনভূঞা। তিনি ১৯৭৩ সালে চাঁদপুরের ডিএন হাই স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৫ সালে চাঁদপুর কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৮১ সালে স্নাতক ও ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮১ সালে তিনি একই বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৯১ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), খড়্গপুর থেকে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫