জ্বালানি তেল ও গ্যাস খাত থেকে আয় বেড়েছে রাশিয়ার

প্রকাশ: জুলাই ০৪, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

জ্বালানি তেল ও গ্যাস খাত থেকে আয় বেড়েছে রাশিয়ার। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম দেশটির আয় বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া রুশ মুদ্রা রুবলের বিনিময়মূল্যও দিন দিন কমছে, যা এ খাতে আয় বাড়ার পেছনে ভূমিকা রাখছে। খবর রয়টার্স। 

রাশিয়ার অর্থ মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানায়, চলতি বছরের প্রথমার্ধে জ্বালানি তেল ও গ্যাস খাত থেকে রাশিয়ার আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ বেড়েছে। এ সময় দেশটি এ দুই খাত থেকে ৫ লাখ ৫৯ হাজার ৮০০ কোটি রুবল (৬ হাজার ৫১২ কোটি ডলার) আয় করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো একাধিক নিষেধাজ্ঞা দেয়। জ্বালানি তেলের ওপর ইইউর নিষেধাজ্ঞা মস্কোর রফতানি আয়ের ওপর ব্যাপক প্রভাব ফেলে।

নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রাশিয়া জ্বালানি রফতানির রুটই বদলে ফেলে। পুরনো অংশীদারদের বদলে বেশির ভাগ জ্বালানি তেল রফতানি করে এশিয়ায়। বিশেষ করে ভারত ও চীনকে লক্ষ্য করে রফতানি পরিকল্পনা সাজায় দেশটি। এ অঞ্চলে পশ্চিমাদের মূল্যসীমা অতিক্রম করে রুশ জ্বালানি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫