যুক্তরাজ্যের ফ্রি ওটিটির বাজারে নতুন প্রতিদ্বন্দ্বী টিউবি

প্রকাশ: জুলাই ০৪, ২০২৪

গ্রাহক আকর্ষণ করতে বিজ্ঞাপনভিত্তিক ফ্রি ওটিটি প্লাটফর্মের সংখ্যা দিন দিন বাড়ছে। তেমন পরিষেবা নিয়ে যুক্তরাজ্যের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে প্রবেশ করছে রুপার্ট মারডকের ফক্স করপোরেশন। নেটফ্লিক্স, ডিজনি প্লাস, আইটিভিএক্স কিংবা বিবিসি আইপ্লাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ফক্সের টিউবি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০ হাজারেরও বেশি সিনেমা ও টিভি সিরিজ থাকবে এ প্লাটফর্মে। যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং বাজারে টিউবির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় আট কোটি। তরুণ দর্শকদের লক্ষ্য করে ফক্স করপোরেশন ২০২০ সালে ৪৪ কোটি ডলারে কিনে নিয়েছিল প্লাটফর্মটি। খবর ও ছবি বিবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫