রাঙ্গামাটিতে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশ: জুলাই ০৩, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রাঙ্গামাটি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পৌর এলাকার বাঘাইছড়ি গ্রামে বন্যার পানিতে ডুবে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ স্কুলছাত্রের নাম কৃত্বিত চাকমা। সে বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে এবং বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্ধুদের সঙ্গে বাঘাইছড়ি আবাসিক স্কুলের পাশে বন্যার পানি দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে পা পিছলে পানির স্রোতে ভেসে যায় কৃত্বিত। এরপর থেকে নিখোঁজ সে।  

বাঘাইছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠেল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করছে।

বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী পানিতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫