উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে হতাহত ৩

প্রকাশ: জুলাই ০৩, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় মো. সলিম নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো দুই নৈশপ্রহরী। সোমবার রাত আড়াইটায় পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লক ই/৩-এ এ ঘটনা ঘটে।

নিহত সলিম ওই ক্যাম্পের মৌলভী মকবুলের ছেলে। গুরুতর আহত দুজন হলেন একই ক্যাম্পের মো. আলমের ছেলে মো. ইউনুস এবং আরিফ উল্লাহর ছেলে সবি উল্লাহ।

বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর। তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প-১৪-এর ই/৩ ব্লকের বালুর মাঠ এলাকায় গভীর রাতে আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ তিনি জানান, ঘটনাস্থল থেকে একজন নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহতাবস্থায় আরো দুই নৈশপ্রহরীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫