বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত দুই মাসে সর্বোচ্চে

প্রকাশ: জুলাই ০৩, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। গত দুই মাসে সর্বোচ্চে পৌঁছেছে এ পণ্যের দাম। গ্রীষ্মজুড়ে জ্বালানির চাহিদা বৃদ্ধির প্রত্যাশায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। এছাড়া হারিকেন বেরিল থেকে সরবরাহও কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এটিও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল আগের দিনের তুলনায় ৭০ সেন্ট বা দশমিক ৮১ শতাংশ বেড়েছে। ব্যারেলপ্রতি মূল্য স্থির হয়েছে ৮৭ ডলার ৩০ সেন্ট, যা গত ৩০ এপ্রিলের পর সর্বোচ্চ। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬৮ সেন্ট বা দশমিক ৮২ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৮৪ ডলার শূন্য ৬ সেন্টে। 

এদিকে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দাম চলতি বছরের দ্বিতীয়ার্ধে স্থিতিশীল থাকার পূর্বাভাস দিয়েছে ৪৪ সদস্যের বিশ্লেষক ও অর্থনীতিবিদদের একটি দল। এছাড়া চলতি বছর জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা দৈনিক ৯ লাখ ৯০ হাজার ব্যারেল থেকে ১০ লাখ ৪০ হাজার ব্যারেলের মধ্যে থাকতে পারে বলে মনে করছেন তারা। অন্যদিকে চলতি মাসের শুরুতে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস বছরজুড়ে জ্বালানি তেলের উৎপাদন দৈনিক ২২ লাখ ব্যারেল কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে। আগামী অক্টোবর থেকে এ পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে। এছাড়া ২০২৫ সালেও দৈনিক ৩৬ লাখ ৬০ হাজার ব্যারেল উৎপাদন কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫