ট্রাম্পের দায়মুক্তি

সুপ্রিম কোর্টের রায়কে ‘বিপজ্জনক নজির’ বললেন বাইডেন

প্রকাশ: জুলাই ০২, ২০২৪

বণিক বার্তা অনলাইন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এ রায়কে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 'বিপজ্জনক উদাহরণ' হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে রায় আইনের শাসনকে ক্ষুণ্ণ ও মার্কিন জনগণের জন্য ‘ক্ষতিকর বলেও মন্তব্য করেন। তবে আদালতের সিদ্ধান্তকে গণতন্ত্রের জন্য ‘বড় জয়’ বলে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। খবর বিবিসির। 

সোমবার রায় ঘোষণার পর হোয়াইট হাউসে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জো বাইডেন বলেন, ‘যে মূলনীতির ওপর এ জাতি প্রতিষ্ঠিত, তা হলো যুক্তরাষ্ট্রে কোনো রাজা থাকবে না। আইনের সামনে আমরা প্রত্যেক নাগরিক সমান। কেউই আইনের ঊর্ধ্বে নয়, এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নয়।’

‘কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা করলেন, তা শুধু এই দেশের বিচার ব্যবস্থার জন্য একটি বিপজ্জনক নজিরই নয়, বরং মার্কিন জনগণের জন্যও ক্ষতিকর। কারণ দেশের জনগণ আজ থেকে দেখছে যে একজন ব্যক্তি, যিনি ক্যাপিটাল হিলে হামলার জন্য নিজের অনুসারীদের পাঠিয়েছিলেন, তিনি দায়মুক্তি ভোগ করছেন। সুপ্রিম কোর্টের উচিত এই রায়ের জন্য যুক্তরাষ্ট্রের জনগণের কাছে জবাবদিহি করা।’

প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে বিকৃত করার চেষ্টা, ব্যবসায়িক নথিপত্র গোপন করে সাবেক এক তারকাকে অর্থ দেয়ার বিষয়ে আনা ৩৪টি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫