প্রিয়তমা নিয়ে এখনো স্মৃতিকাতর ইধিকা পাল

প্রকাশ: জুলাই ০২, ২০২৪

ফিচার প্রতিবেদক

‘প্রিয়তমা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন ইধিকা পাল। এ সিনেমায়ই বাজিমাত। সমসাময়িক এত জনপ্রিয় হয়নি কোনো সিনেমা। এরই মধ্যে সিনেমাটি মুক্তির এক বছর পূর্ণ হয়েছে। তা সত্ত্বেও সিনেমা ইন্ডাস্ট্রি ও দর্শকের মধ্যে ঘুরেফিরে বলা যায়, প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে প্রিয়তমার প্রসঙ্গ আসছেই। সেই সঙ্গে আসে নবাগত নায়িকা হিসেবে ইধিকা পালের সাফল্যের কথাও। এর মাধ্যমেই সিনেমায় অভিষেক তার। চরিত্রানুযায়ী ইধিকার অনবদ্য অভিনয়ে দর্শকের মুগ্ধ হওয়ার গল্পও উঠে আসে বারবার। তাই এক বছর পরও সিনেমাটি নিয়ে স্মৃতিকাতর হন তিনি। 

প্রিয়তমা প্রসঙ্গে ইধিকা পাল বলেন, ‘শুরুতেই আমি যে মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, তিনি হচ্ছেন আরশাদ আদনান স্যার। কারণ তার প্রযোজনা সংস্থা থেকেই প্রিয়তমা নির্মিত হয়েছে। স্যারের আন্তরিকতা সবসময়ই আমাকে মুগ্ধ করেছে।’ 

তবে নানা সময় সিনেমাটির সঙ্গে যুক্ত থাকতে পারেননি তিনি। এ নিয়ে বলেন, ‘প্রিয়তমা মুক্তির সময় কিংবা পরবর্তী সময়ে মহামান্য রাষ্ট্রপতির প্রিয়তমা উপভোগের সময়ও আমি থাকতে পারিনি। কিন্তু পরবর্তী সময়ে আমি গত ১০ ডিসেম্বর রাজকুমার সিনেমার মহরতে উপস্থিত হয়েছিলাম বঙ্গভবনে। সেখানে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মহোদয় প্রিয়তমায় আমার অভিনয়কে ঘিরে তাদের ভীষণ ভালো লাগার কথা প্রকাশ করেছিলেন। আমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছিলেন। সে মুহূর্ত এখনো চোখে ভাসছে।’

প্রিয়তমা ইধিকাকে যা দিয়েছে, তাতে সিনেমাটি নিয়ে স্মৃতিকাতরতা স্বাভাবিক। শুটিংয়ের সময়ের কথা উল্লেখ করে তিনি প্রযোজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাকিব খানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ‘তিনিও শুটিং চলাকালে আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। খুব মনে পড়ে প্রিয়তমার সময়কালটা। আজীবন আমার মনে থাকবে ফেলে আসা সেই দিনগুলো। জীবনেও ভুলব না প্রিয়তমাময় দিনগুলো।’

আজ ইধিকা পালের জন্মদিন। এ উপলক্ষে তিনি বলেন, ‘জন্মদিনে সবার দোয়া, আশীর্বাদ আর ভালোবাসা চাই। আমার বাবা-মায়ের জন্য আশীর্বাদ করবেন সবাই।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫