স্টেজ শোয়ে নিয়মিত হচ্ছেন বিউটি

প্রকাশ: জুলাই ০২, ২০২৪

ফিচার প্রতিবেদক

ঈদ-পরবর্তী সময়ে নিয়মিত স্টেজ শো শুরু করেছেন সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি। রিয়েলিটি শোর মধ্য দিয়ে গানের ভুবনে পেশাগতভাবে বিউটির যাত্রা। এর পর থেকে মূলত একজন ফোক ঘরানার শিল্পী হিসেবেই তিনি দর্শক শ্রোতাদের কাছে সমাদৃত হয়ে আসছেন। গত ঈদে তিনি এসএটিভি, বাংলাভিশন, বিটিভিসহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে সংগীত পরিবেশন করেছেন। পাশাপাশি তিনি নতুন নতুন গানও গেয়েছেন। অর্থাৎ সংগীতে পুরোপুরিই মনোনিবেশ করেছেন এ শিল্পী। 

বাংলাদেশ বেতারের জন্য ‘দয়াল তুমি দয়ার সাগর, তুমি বিনে কেউ নাই’ গানটি গেয়েছেন। গানটি লিখেছেন মো. আব্দুল মজিদ, সুর সংগীত করেছেন আবু বকর সিদ্দিকী। এদিকে এরই মধ্যে পাবনার ঈশ্বরদীতে একটি স্টেজ শোর মধ্যদিয়ে ঈদ-পরবর্তী স্টেজ শোয়ে ফিরেছেন তিনি। 

বিউটি বলেন, ‘সত্যি বলতে কী, স্টেজ শোয়েই একজন শিল্পী স্বাচ্ছন্দ্য খুঁজে পায়। কারণ এখানে সরাসরি দর্শকের প্রতিক্রিয়া পাওয়া যায়। পাবনার ঈশ্বরদীতে স্টেজ শো কিছুদিন আগেই করেছি। সেখানকার দর্শকের ভালোবাসায় মুগ্ধ হয়েছি আমি। আর বাংলাদেশ বেতারের জন্য যে নতুন গানটি করেছি সেটির কথা ও সুর খুব সুন্দর। আশা করছি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ 

আজকের বিউটি হওয়ার নেপথ্যে তার বাবার ভূমিকাই সবচেয়ে বড়। বিউটি বলেন, ‘আজকে এ বিউটি হওয়ার পেছনে হয়তো অনেকেরই অবদান রয়েছে। কিন্তু নিঃসন্দেহে আমার বাবার অবদান সব থেকে বেশি, কেননা শুরুটা হয়েছিল বাবার হাত ধরেই। গান শেখার ক্ষেত্রে আমার বাবাই ছিলেন আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা!’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫