বগুড়ার জেল সুপারকে ‘প্রশাসনিক’ কারণে বদলি

প্রকাশ: জুলাই ০১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির পালিয়ে যাওয়ার ঘটনার পর বগুড়ার জেল সুপার ফরিদুর রহমানকে বদলি করা হয়েছে। সোমবার (১ জুলাই) প্রশাসনিক কারণে তার বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে কারা অধিদপ্তর।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ফরিদুর রহমানের বদলির আদেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, বগুড়ার জেলার মোহাম্মদ ফরিদুর রহমান রুবেলকে প্রশাসনিক কারণে খুলনা জেলা কারাগারের অনুকূলে রাজশাহী বিভাগে উপ তত্ত্বাবধায়ক হিসেবে সংযুক্ত করা হলো।

এর আগে মঙ্গলবার (২৫ জুন) দিনগত রাত ৩টার দিকে ছাদ কেটে রশির মাধ্যমে দেওয়াল টপকিয়ে কারাগার থেকে পালিয়ে যান চার কয়েদি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব কয়েদি হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া ও বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫