উৎপাদনে ফিরেছে আদানির বিদ্যুৎ কেন্দ্র

প্রকাশ: জুলাই ০১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

যান্ত্রিক ত্রুটি-জনিত কারণে ঝাড়খন্ডে বন্ধ হয়ে যাওয়া আদানির বিদ্যুৎকেন্দ্র পুনরায় উৎপাদনে ফিরেছে। সোমবার (১ জুলাই) ভোর পাঁচটায় কেন্দ্রটির একটি ইউনিট (৮০০ মেগাওয়াট) উৎপাদনে ফিরেছে।  সকাল দশটা থেকে এ ইউনিট ৫১৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। ১২টা নাগাদ উৎপাদন বেড়ে দাঁড়ায় ৭৬৭ ইউনিটে। আদানির নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশে বিদ্যুৎ রফতানির জন্য ঝাড়খণ্ডের গড্ডায় ১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার একটি বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছে আদানি পাওয়ার। এ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করেছিল কোম্পানিটি।

ঈদে বিদ্যুৎ চাহিদা কম থাকায় কেন্দ্রটির একটি ইউনিট নিয়মিত রক্ষণাবেক্ষণে যায়, এতে বাংলাদেশে অব্যাহতভাবে লোডশেডিংয়ে থাকা বিদ্যুৎ সরবরাহে তীব্র চাপ সৃষ্টি হয়। এরই মধ্যে শুক্রবার (২৮ জুন) যান্ত্রিক ত্রুটির কারণে অন্য ইউনিটটি বন্ধ হয়ে যায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫