কোটা পুনর্বহালের প্রতিবাদে রাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ: জুলাই ০১, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রাবি

দেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সরকারি চাকরিতে ১০ শতাংশ কোটার দাবি জানান তারা। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আমান উল্লাহ বলেন, ‘প্রথমত, একটি প্যানেল গঠনের মাধ্যমে ৫৬ শতাংশ কোটা থেকে সংস্কার করে ১০ শতাংশ রাখার দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত, কোটাধারী শিক্ষার্থীরা জীবনে একবার কোটা ব্যবহার করতে পারবেন। সর্বশেষ একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটা ব্যবহার করলে চাকরিতে আর যাতে কোটা ব্যবহার করতে না পারেন সে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী শাহীনুর বলেন, ‘আমি নিজেও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। কিন্তু হাইকোর্টের এ রায় যুক্তিহীন ও বৈষম্যমূলক। কানাডায় কোনো কোটা পদ্ধতি নেই, মাত্র ৫ শতাংশ কোটা আছে পাশের দেশ চীন ও ভারতে। বাংলাদেশ এত উন্নয়নশীল হয়েও ৫৬ শতাংশ কোটা দিচ্ছে। আমরা দ্রুত কোটা পদ্ধতির সংস্কার চাই।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫