এআই ও চিপ খাতে বড় বিনিয়োগ পরিকল্পনা এসকে হাইনিক্সের

প্রকাশ: জুলাই ০১, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

চিপ ব্যবসার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নে বড় বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি এসকে হাইনিক্স। এর অংশ হিসেবে ২০২৮ সাল নাগাদ ১০৩ ট্রিলিয়ন ওন বা ৭ হাজার ৪৬০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। সম্প্রতি কোম্পানির মালিকানা প্রতিষ্ঠান এসকে গ্রুপ সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স। 

এসকে গ্রুপ আরো জানায়, ২০২৬ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগের পাশাপাশি শেয়ারহোল্ডারদের রিটার্ন তহবিলের জন্য ৮০ ট্রিলিয়ন ওন সুরক্ষিত রাখার পরিকল্পনাও হাতে নিয়েছে। দুই দিনের বৈঠক শেষে কনগ্লোমারেট প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এসকে গ্রুপের ইভি ব্যাটারি ব্যবসা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হাইনিক্সের পর গ্রুপের ব্যবসা পুনরুদ্ধারে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এক বিবৃতিতে গ্রুপটি জানায়, বাজার প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে নিজেদের দক্ষতা উন্নয়নে কোম্পানি এআইনির্ভর ভ্যালু চেইনের ওপর বেশি মনোযোগ দেবে। এছাড়া হাই ব্যান্ডউইডথ মেমোরি (এইচবিএম) চিপ, এআই ডাটা সেন্টার ও অ্যাসিস্ট্যান্টের মতো পরিষেবা নিয়ে কাজ করবে।

বৈঠকে কোম্পানির নির্বাহীরা গ্রুপের অধীনে পরিচালিত ভর্তুকি প্রতিষ্ঠানও কমানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তবে কী পরিমাণে তা কমানো হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্স মূলত দক্ষিণ কোরিয়াভিত্তিক বিশ্বের অন্যতম দুটি মেমোরি চিপ উৎপাদনকারী কোম্পানি। এ দুটি কোম্পানি চিপ ডিজাইন ও উৎপাদনের দিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে। এ খাতের উন্নয়নে চলতি বছরের শুরুতে দেশটির সরকার ২৬ ট্রিলিয়ন ওন বা ১ হাজার ৯০০ কোটি ডলার সহায়তা প্রদানের ঘোষণা দেয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫