ইপিবির ভাইস চেয়ারম্যান হলেন মো. আনোয়ার হোসেন

প্রকাশ: জুলাই ০১, ২০২৪

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ওয়ার্ল্ড ব্যাংক উইংয়ের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি এশিয়া উইংয়ের প্রধানসহ যুক্তরাষ্ট্র ও জাপান উইংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 

মো. আনোয়ার হোসেন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর (ডিসটিংশনসহ) ডিগ্রি অর্জন এবং ডেনভার বিশ্ববিদ্যালয়ের জোসেফ কোরবেল স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজে গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন।—বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫