জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

রাজধানীতে আরো হলিডে মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে

প্রকাশ: জুলাই ০১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জাতীয় সংসদে জানিয়েছেন, রাজধানীতে আরো হলিডে মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন বঙ্গবন্ধু হকার্স মার্কেট, গুলিস্তান ট্রেড সেন্টার, ঢাকা ট্রেড সেন্টার, ফুলবাড়িয়া সুপার মার্কেট, বঙ্গবাজার হকার্স মার্কেট, শেরেবাংলা হকার্স মার্কেট, সদরঘাট হকার্স মার্কেট ইত্যাদি মার্কেটে হকারদের দোকান বরাদ্দের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। এছাড়া ২৩ নং ওয়ার্ডের বেড়িবাঁধ সেকশন থেকে হোসেন উদ্দিন খান প্রথম লেন পর্যন্ত সাপ্তাহিক বাজারে হকাররা নির্বিঘ্নে ব্যবসা করছেন।’

তিনি গতকাল জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এরই মধ্যে পাঁচটি স্থানে হলিডে মার্কেট চালু করা হয়েছে। এগুলো হলো মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে, গুলিস্তান জিপিওসংলগ্ন বায়তুল মোকাররম লিংক রোড, সেগুনবাগিচা বিভাগীয় অফিসসংলগ্ন কার্পেট গলি, মতিঝিল দিলকুশা ইউনুস সেন্টারের সামনে ও গুলিস্তান নবাবপুর রোড।’

তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থসামাজিক উন্নয়নে নিয়ন্ত্রিত স্ট্রিট ভেন্ডর পদ্ধতি প্রচলন করা হয়েছে। শহরের যেসব সড়কে ছুটির দিনে যানবাহন চলাচল কম থাকে সেসব সড়কে নিয়ন্ত্রিত স্ট্রিট ভেন্ডর পদ্ধতিতে হলিডে মার্কেট চালু করা হয়েছে। পথচারীদের চলাচলে রাজধানীর ফুটপাত সর্বদা উন্মুক্ত থাকে কিন্তু কিছু দখলদার বেআইনিভাবে মাঝে মাঝে ফুটপাত দখল করে নিজ নিজ ব্যবসা পরিচালনা করেন। জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্তৃপক্ষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় অবৈধ দখল/ফুটপাত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫