রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, ১১ জনের মৃত্যু

প্রকাশ: জুলাই ০১, ২০২৪

৮৮ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ভারি বৃষ্টি এবং বন্যার কারণে দুই দিনে দিল্লিতে ১১ জনের মৃত্যু হয়েছে। জলাবদ্ধতায় শহরটির যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে দিল্লির বাসিন্দারা। ভারতের আবহাওয়া দপ্তরের রঙভিত্তিক সতর্কতা পদ্ধতি অনুযায়ী অরেঞ্জ অ্যালার্ট জারি করে লোকজনকে ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। এর আগে শুক্রবার দিল্লিতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এদিন নগরীতে ২২৮ দশমিক ১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি ১৯৩৬ সালের পর থেকে জুনের একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত। এনডিটিভি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫