গ্যাভির সিএসও স্টিয়ারিং কমিটির চেয়ার হলেন ডা. নিজাম উদ্দীন আহম্মেদ

প্রকাশ: জুন ৩০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভের (গ্যাভি) সিএসও কনস্টিওন্সি স্টিয়ারিং কমিটির চেয়ার নির্বাচিত হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দীন আহম্মেদ গত ১ জুন থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন তিনি দেশীয় উন্নয়ন সংস্থা স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটির স্বাস্থ্য বিভাগ এবং জাতীয় স্বাস্থ্যসেবা স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী   

গত ২৪ মার্চ কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সভায় গ্যাভি সিভিল সোসাইটি অরগানাইজেশনের (সিএসও) স্টিয়ারিং কমিটি তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করে কমিটি বাংলাদেশের ডা. নিজাম উদ্দীন আহম্মেদকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে এই প্রথম এছাড়াও ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লিজা বেরি

সভার মূল লক্ষ্য ছিল, সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে অংশীদারত্ব নিশ্চিতকরণের মাধ্যমে টিকাদান কর্মসূচি জোরদার করা, গ্যাভির ভবিষ্যৎ কর্মকৌশল . সম্পর্কিত আপডেট, সিভিল সোসাইটি অর্গানাইজেশনদের জন্য তহবিল প্রাপ্তির পদ্ধতি এবং প্রতিটি দেশে টিকাদান কর্মসূচিকে প্রাধান্য দেয়ার মাধ্যমে সঠিক তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ

ডা. নিজাম উদ্দীন আহম্মেদ ৩০ বছরেরও বেশি সময় ধরে জনস্বাস্থ্য উন্নয়নে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে আসছেন শিশুদের টিকাদান কর্মসূচি, শিশু মাতৃমৃত্যু রোধ, এইচআইভি প্রতিরোধ, কৈশোরকালীন স্বাস্থ্য পুষ্টি, তামাক নিয়ন্ত্রণে পলিসি অ্যাডভোকেসি এবং করোনা প্রতিরোধসহ টেলিহেলথ সেবা বিষয়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তিনি নীতিনির্ধারণী, কর্মসূচি বাবস্থাপনা মাঠপর্যায়ে সরকারি বেসরকারি সংস্থা সিএসওদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন 

বিশ্বব্যাপী জনস্বাস্থ্য ভ্যাকসিন নিশ্চিতকরণে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভের (গ্যাভি) সিএসও কমিটির চেয়ার হিসেবে তার নিয়োগ বাংলাদেশসহ বিশ্বব্যাপী জনস্বাস্থ্য এবং টিকা উন্নয়নে অবদান রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স একটি বিশ্বব্যাপী অ্যালায়েন্স, যা ভ্যাকসিনের সহজপ্রাপ্যতা নিশ্চিত করে উন্নয়নশীল দেশগুলোতে শিশুদের জীবন বাঁচাতে কাজ করে৷ ২০০০ সাল থেকে তারা এক বিলিয়নেরও বেশি শিশুকে টিকা দিতে সাহায্য করেছে। কোভিড-১৯ ভ্যাকসিনে ন্যায়সঙ্গত প্রাপ্যতা নিশ্চিত করতে গাভি মুখ্য ভূমিকা পালন করেছে আন্তর্জাতিক সংস্থা দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভির সার্বিক সহায়তায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সমন্বয়ের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর টিকা প্রাপ্তিতে অবদান রাখে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫