সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর অংশগ্রহণে বিএসইসির কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: জুন ৩০, ২০২৪

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশলসংক্রান্ত কর্মপরিকল্পনার অংশ হিসেবে দেশের সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল গাজীপুরে অবস্থিত ব্র্যাক সিডিএমের কনফারেন্স হলে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির জন্য সততা ও কমপ্লায়েন্স ইস্যুতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশের মিউচুয়াল ফান্ড খাতের অংশীজনদের নিয়ে আয়োজিত ওই কর্মশালায় দেশের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিএসইসির সংশ্লিষ্ট ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫