বৃষ্টি মাথায় নিয়ে বিএনপির সমাবেশ শুরু

প্রকাশ: জুন ২৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুর আড়াইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে নয়াপল্টনে এ সমাবেশ শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়ে সমাবেশে অংশ নিয়েছেন নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ৫টি ট্রাক দিয়ে অস্থায়ী সমাবেশ মঞ্চ করা হয়েছে। মাইক লাগানো হয়েছে কাকরাইল মোড় পর্যন্ত। বলা যায়, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অর্থাৎ গত বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশ ভণ্ডুল হওয়ার পর এটি বিএনপির বড় সমাবেশ।

বেলা আড়াইটায় সমাবেশ শুরু হলেও এতে অংশ নিতে রাজধানীর আশপাশ থেকে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেন। তাদের হাতে থাকা ছোট ছোট ব্যানার-ফেস্টুনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান লেখা রয়েছে। অনেকে দলীয় পতাকা গায়ে পরিহিত অবস্থায় মাথায় ব্যাজ ধারণ করেছেন।

এদিকে এ সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকায় সড়কের মোড়গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে। পুলিশের রায়ট কার, প্রিজন ভ্যান ও পিকআপের পাশাপাশি সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে পুরো পল্টন এলাকাজুড়ে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫