ভাগ্য সহায় হবে, মনে হচ্ছে দ্রাবিড়ের

প্রকাশ: জুন ২৯, ২০২৪

বণিক বার্তা অনলাইন

গত এক বছরে আইসিসির তিনটি প্রতিযোগিতার ফাইনালে খেলেছে ভারত। যদিও শেষ পর্যন্ত ট্রফি রয়ে গিয়েছে অধরা। বিদায়বেলায় ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের মনে হচ্ছে, শনিবার ভাগ্য সহায় হবে তাদের।

আজ ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে যে দল অপরাজিত থেকেই কাপ অভিযানে নামবে।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলে যান,  একটা বিষয় খুবই ইতিবাচক যে, ধারাবাহিক ভাবে এই দলটা দারুণ ক্রিকেট খেলছে। আইসিসি পরিচালিত তিন ধরনের ক্রিকেটের ফাইনালেই খেলেছে ভারত। এই কৃতিত্ব ক্রিকেটারদের প্রাপ্য। আমরা যদি সেরা ক্রিকেট শনিবারও খেলতে পারি, তা হলে জয় নিশ্চিত।

দ্রাবিড় বলেন, সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে মাত্র একটা দিন বিশ্রামের সুযোগ পেয়েছে ক্রিকেটারেরা। কিন্তু আমি নিশ্চিত, ফাইনালের জন্য ওরা শরীর এবং মনের দিক থেকে তৈরি হয়ে রয়েছে সেরা ক্রিকেট উপহার দিতে।’


ভারতীয় দলের কোচ হিসেবে এটাই রাহুল দ্রাবিড়ের শেষ বিশ্বকাপ।  সোশাল মিডিয়ায় অনেকেই তাই ‘ডু ইট ফর দ্রাবিড় বলে প্রচার শুরু করেছে। তবে এতে খুব একটা উচ্ছ্বসিত নন দ্রাবিড়। তিনি বলেন, ক্রিকেটার হিসেবে আমি বরাবর ভাল ক্রিকেট খেলাকে গুরুত্ব দিয়েছি। এখনও সেই দর্শনে বিশ্বাসী। এমন প্রচারের প্রয়োজন নেই।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫