বৈশ্বিক আয়েও নজর কাড়ল ‘কল্কি ২৮৯৮ এডি’

প্রকাশ: জুন ২৯, ২০২৪

বণিক বার্তা অনলাইন

মুক্তির পর থেকে পক্ষ-বিপক্ষে দু-ধরনের মন্তব্য পাচ্ছে নাগ অশ্বিন পরিচালিত ভারতীয় সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। ৬০০ কোটি রুপি বাজেটে তৈরি ছবিটি গত বৃহস্পতিবার তামিল, তেলুগু, হিন্দি, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রথম দিনই সারা বিশ্বে ১৯১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে ‘কল্কি ২৮৯৮’।

বক্স অফিসে প্রথম দিনে বৈশ্বিক ব্যবসার দিক থেকে ‘বাহুবলি ২’ ও ‘আরআরআর’-এর পরই জায়গা করে নিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’। প্রভাসের ‘বাহুবলী ২’-এর প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ ছিল ২১৭ কোটি রুপি। ‘আরআরআর’ প্রথম দিনে বক্স অফিসে ২২৩ কোটি রুপির ব্যবসা করেছিল।

বক্স অফিসে প্রথম দিনে ব্যবসার নিরিখে এখনও পর্যন্ত তৃতীয় স্থানে রয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’।

তবে দেশীয় বক্স অফিসে এগিয়ে রয়েছে সিনেমাটি। মূল তেলুগু সংস্করণটি সবচেয়ে বেশি ব্যবসা করেছে এদিন। বক্স অফিস সংগ্রহের পরিমাণ ছিল ৬৪ কোটি ৫০ লাখ রুপি। হিন্দিতে ২৭ কোটি ৫০ লাখ রুপি, তামিলে ৪ কোটি, মালয়ালামে ২ কোটি ২০ লাখ ও কন্নড়ে ৩০ লাখ রুপির ব্যবসা করেছে। সব মিলিয়ে ভারতের বাজারে ওপেনিংয়ে আয় করেছে ৯৫ কোটি রুপি।

এর আগে বক্স অফিসে নজর কেড়েছিল শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে এই ছবির সংগ্রহ ছিল ৭৫ কোটি রুপি।

এ ছবিতে অভিনয় করেছেন প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, দিশা পটানি প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫