জাতিসংঘ

গাজায় একদিনেই অন্তত ৬০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

প্রকাশ: জুন ২৯, ২০২৪

বণিক বার্তা অনলাইন


ইসরায়েলি সেনারা একদিনে গাজা শহর থেকে অন্তত ৬০ হাজার ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে গতকাল শুক্রবার (২৮ জুন) জানান তিনি। খবর আনাদোলু।

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় স্টিফেন ডুজারিক বলেন, নতুন বাস্তুচ্যুতির খবর দিচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের পূর্বাঞ্চলের ২৮টি আবাসিক ব্লকে বসবাসকারী লোকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এতে সাত বর্গ কিলোমিটারের বেশি বিস্তৃত ওই এলাকা থেকে অন্তত ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

তিনি আরো জানান, রাফার আল-মাওয়াসি এলাকায় এক সামরিক অভিযানের ফলে কমপক্ষে ৫ হাজার লোক হতাহত ও বাস্তুচ্যুত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এর পর থেকে উপত্যকায় ৩৭ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের মতো মানুষ। নিখোঁজ রয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি।

ইসরায়েলি সামরিক অভিযান ২৩ লাখ বাসিন্দার ছিটমহলটির বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫