রাজকীয় সামগ্রীর নিলামে সর্বোচ্চ দর পেল প্রিন্সেস ডায়ানার গাউন

প্রকাশ: জুন ২৯, ২০২৪

প্রয়াণের আড়াই দশক পরও প্রিন্সেস ডায়ানার প্রতি অনুরাগীদের আগ্রহ একটুও যেন কমেনি। তার ব্যবহার্য সামগ্রীর মালিকানা পেতে অনেকে লাখ লাখ ডলার খরচেও কার্পণ্য করেন না। এই যেমন সম্প্রতি অনুষ্ঠিত এক নিলামে তার গাউন পেয়েছে সর্বোচ্চ দর।প্রিন্সেস ডায়ানাস এলিগেন্স অ্যান্ড রয়্যাল কালেকশন শিরোনামের নিলামে ছিল প্রয়াত ব্যক্তিত্বের গাউন ব্যক্তিগত চিঠিসহ রাজপরিবারের সদস্যদের মালিকানাধীন দুই শতাধিক আইটেম। ২৬ জুন লস অ্যাঞ্জেলেসের পেনিনসুলা বেভারলি হিলসে অনুষ্ঠিত নিলামে এডেলস্টেইন, ক্যারোলিন চার্লস ক্যাথরিন ওয়াকারসহ প্রিন্সেস ডায়ানার প্রিয় ডিজাইনারদের পোশাকগুলো তোলা হয়। সব মিলিয়ে ৪০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে এসব স্মারক। এতে ব্রিটিশ ডিজাইনার ভিক্টর এডেলস্টেইনের নকশা করা একটি ইভনিং ড্রেস বিক্রি হয়েছে লাখ ২০ হাজার পাউন্ডে। ১৯৮৭ সালে লন্ডন জার্মানিতে পোশাকটি পরেছিলেন ডায়ানা। গত জানুয়ারিতে ভিক্টর এডেলস্টেইনের নকশা করা একটি মখমলের গাউন লাখ ৭৬ হাজার ৪৩৭ পাউন্ডে বিক্রি হয়, এতদিন এটি ছিল নিলামে সর্বোচ্চ দর পাওয়া ডায়ানার কোনো পোশাক। ১৯৮৬ সালে একটি মারে আরবেইড মিডনাইট ব্লু স্ট্র্যাপলেস গাউন প্রিন্সেস ডায়ানা দুবার পরেছিলেন, এটি দর পেয়েছে লাখ ১৭ হাজার পাউন্ড। ওয়াকারের ডিজাইন করা একটি গোলাপি ফুলের সিল্ক শার্ট লাখ ৫২ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। নিলামে প্রিন্সেস ডায়ানার ২০টিরও বেশি হাতে লেখা চিঠি, নোট কার্ড উঠেছে। এর মধ্যে নর্থহ্যাম্পটনশায়ারের অ্যালথর্প এস্টেটের স্পেনসার পরিবারের বাড়ির সাবেক গৃহকর্মী মউড পেন্ড্রেকে লেখা একটি চিঠি ৩৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। এছাড়া পেন্ড্রে দম্পতিকে লেখা দুই পৃষ্ঠার একটি চিঠি ২৩ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। বিক্রিবাট্টা নিয়ে জুলিয়েন্স নিলামের সহপ্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মার্টিন নোলান বলেন, ‘প্রিন্সেস ডায়ানার জন্মদিনের মাত্র কয়েকদিন আগে অনুষ্ঠিত হলো নিলাম। ঐতিহাসিক নিলামের ফলাফল প্রমাণ করে যে ডায়ানা কেন বিশ্বে সবচেয়ে প্রিয় অনুপ্রেরণাদায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে একজন ছিলেন এবং থাকবেন। খবর ছবি বিবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫