বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন যারা

প্রকাশ: জুন ২৮, ২০২৪

ক্রীড়া ডেস্ক

শনিবার (২৯ জুন) বার্বাডোজে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। হাইভোল্টেজ এই ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

 

বার্বাডোজের কেনসিংটন ওভালে ফাইনালের অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। থার্ড আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। চতুর্থ আম্পায়ার হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার রড টাকারকে।

 

ত্রিনিদাদে বৃহস্পতিবার সকালে প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। গায়ানায় বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিতে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে দশ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় ভারত। এর আগে ২০০৭ ও ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে খেলেছে দলটি। ২০০৭ সালে অভিষেক আসরে শিরোপা জিতলেও ২০১৪ সালে ঢাকা ফাইনালে হেরে যায় শ্রীলংকার কাছে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫