আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন

প্রকাশ: জুন ২৮, ২০২৪

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘বহুমুখী সংকটের সময়ে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে এবং দারিদ্র্য বিমোচনে এসএমই খাতের শক্তি ও স্থিতিস্থাপকতা কাজে লাগানো।’ দিবসটি উপলক্ষে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বেলুন উড়িয়ে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। পরে তিনি ফাউন্ডেশনের এমডি (অতিরিক্ত দায়িত্ব) সালাহউদ্দিন মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কেক কাটেন। এছাড়া এসএমই ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে আলোচনা অনুষ্ঠান এবং এসএমই উদ্যোক্তাদের ব্যবসার প্রসারে প্রশিক্ষণ নির্দেশিকা প্রকাশ করা হয়।—বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫