পরিশোধিত মূলধন বেড়েছে পাওয়ার গ্রিডের

প্রকাশ: জুন ২৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের পরিশোধিত মূলধন বেড়েছে। গতকাল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ২৫০ কোটি ৫৪ লাখ ০৪ হাজার ৯৭৬ ইরিডিমেবল, নন-কিউমুলেটিভ অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যু করেছে, যার মোট মূল্য ২ হাজার ৫০৫ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৭৬০ টাকা । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগে কোম্পানিটির মোট পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ৮ হাজার ৫৫৪ কোটি ৯১ লাখ ৩০ হাজার ১৪০ টাকা। এর মধ্যে সাধারণ শেয়ার ছিল ৯১৩ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ৯১০ টাকার এবং অগ্রাধিকারমূলক শেয়ার ছিল ৭ হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার ২৩০ টাকার।

নতুন শেয়ার ইস্যুর ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৬০ কোটি ৩১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকায়। যার মধ্যে মোট অগ্রাধিকারমূলক শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৬ কোটি ৫১ লাখ ৯ হাজার ৯৯০ টাকায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫