পুরস্কার পেল ইউসিবি ইনভেস্টমেন্ট

প্রকাশ: জুন ২৬, ২০২৪

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পূর্ণ মালিকানাধীন একটি অঙ্গ প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটি ২০২৩ সালের ধারাবাহিকতায় ২০২৪ সালেও ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডসে বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে পুরস্কৃত হয়েছে। ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডস এশিয়াজুড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সেবার শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয়ার জন্য প্রসিদ্ধ। ইউসিবি ইনভেস্টমেন্টের এ ধারাবাহিক সাফল্য শুধু বাংলাদেশের ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে তার নেতৃস্থানীয় অবস্থানকে তুলে ধরে না বরং এ খাতের মান উন্নয়ন এবং নতুন নতুন সেবার উদ্ভাবনের প্রতি তাদের অবিচল প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করে। 

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘টানা দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি আমাদের কর্মীদের ধারাবাহিক পরিশ্রম এবং একান্ত প্রচেষ্টার প্রতিফলন। আমাদের প্রতি অবিচল আস্থার জন্য আমরা আমাদের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব এবং বাংলাদেশের আর্থিক বাজারের বিকাশ ও উন্নয়নে অবদান রাখব।’

এ পুরস্কারের পাশাপাশি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন- ইউরোমানি, এশিয়ামানি এবং অ্যাসেট ট্রিপল এ-এর থেকেও বিভিন্ন সময়ে পুরস্কার অর্জন করেছে, যা বাংলাদেশের ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে তাদের গুরুত্বপূর্ণ অবদানের দর্পণস্বরূপ। প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কাযক্রম শুরুর মাত্র ১ বছরের মধ্যে ২০২২ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে মার্চেন্ট ব্যাংক ক্যাটাগরিতে প্রথম পুরস্কারও অর্জন করেছে, যা নিয়ন্ত্রক সংস্থা হতে দেশের আর্থিক বাজারের উন্নয়নে তাদের নিরলস ভূমিকার স্বীকৃতি প্রদান করে। - বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫