কেনিয়ায় কর বিরোধী বিক্ষোভে নিহত ৫

প্রকাশ: জুন ২৬, ২০২৪

বণিক বার্তা অনলাইন

কেনিয়ায় কর বিরোধী বিক্ষোভে অন্তত ৫ জন নিহত হয়েছেন। আন্দোলনের সময় দেশটির রাজধানী নাইরোবিতে বিক্ষোভকারীরা পুলিশি বাধা টপকে সংসদের একটি অংশে অগ্নিসংযোগ করেছে। খবর বিবিসি।

উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেছেন, আমাদের দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য বিপজ্জনক অপরাধীদের যেকোনো প্রচেষ্টা নস্যাৎ করতে সব উপায় অবলম্বন করা হবে।

তিনি বিক্ষোভকারীদের দমনের জন্য সেনাবাহিনী নামিয়েছেন।

সংসদে প্রস্তাবিত অর্থনীতি বিল পাসের জন্য কয়েকদিন ধরেই তোরজোড় চলছিল, যেখানে কয়েকটি কর বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার সংসদ সদস্যরা একটি সংশোধিত বিল পাস করার পর দেশটিতে বিক্ষোভ বৃদ্ধি পায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫