বিএটি বাংলাদেশের নতুন চেয়ারম্যান ওয়েল সাবরা

প্রকাশ: জুন ২৬, ২০২৪

বিএটি বাংলাদেশের নতুন চেয়ারম্যান হচ্ছেন ওয়েল সাবরা। আগামী ১ আগস্ট থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন। বর্তমানে বিএটি বাংলাদেশের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন গোলাম মইন উদ্দীন। ওয়েল সাবরা বিএটিতে ২১ বছর ধরে কর্মরত আছেন। তিনি ২০০৩ সালে বিএটিতে কর্মজীবন শুরু করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কাজ করার মাধ্যমে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেন। এ সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে বিএটির সাফল্যে অবদান রাখেন।

২০২৩ সালের মার্চ থেকে ওয়েল সাবরা বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদের একজন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। বর্তমানে তিনি বিএটি মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, ককেশাস ও মধ্য এশিয়ার এরিয়া ডিরেক্টর। তিনি ইউনিভার্সিটি অব ফ্লোরিডা থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর এবং আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি একজন সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫