খালেদা জিয়ার মুক্তি দাবিতে আন্দোলনে নামবে বিএনপি —মির্জা ফখরুল

প্রকাশ: জুন ২৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার মুক্তি দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আজ এ-সংক্রান্ত কর্মসূচি ঘোষণা করা হতে পারে। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

সোমবার দলের স্থায়ী কমিটির সভা হয়। সেখানে আন্দোলনের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত হয়। এসব সিদ্ধান্ত জানাতে গতকাল এ সংবাদ সম্মেলন করা হয়। মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে স্থায়ী কমিটি উদ্বেগ প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, তিনি এখন পর্যন্ত স্টেবল আছেন।’

রোববার বিকালে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। সেটি ঠিকমতো কাজ করছে বলে তার একজন চিকিৎসক জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনকে গতকাল সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুস, লিভার, কিডনিতে জটিলতাসহ হৃদরোগ, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসে ভুগছেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘‌শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধানবিরোধী। অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘অভিজ্ঞতা থেকে বলছি, তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল প্রায়। তার পরিবার আবেদন করে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটা রিজেক্ট করেছেন। শুধু এটা নয়, আমরা বিভিন্ন মিশনের কাছেও চিঠি দিয়েছিলাম। তারা চেষ্টা করেছেন, তারা বারবার চেষ্টা করেছেন, ফেরত এসেছেন। তারা বলেছেন যে সরি ভাই, উনি শুনলেন না।’

এর উদ্দেশ্যটা কী, সে প্রশ্ন তুলে ফখরুল বলেন, ‘‌উদ্দেশ্যটা হচ্ছে রাজনীতি থেকে তাকে দূরে সরিয়ে রাখা। ২০১৮ সালের নির্বাচনের ঠিক আগে আগে তাকে মিথ্যা মামলায় সাজা দেয়া হলো এবং তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো। তার পর থেকে তিনি যাতে কোনোমতে মুক্তি না পান, তা চলছে এখন পর্যন্ত।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫