কোপা আমেরিকায় প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল ব্রাজিল

প্রকাশ: জুন ২৫, ২০২৪

ক্রীড়া ডেস্ক

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্রাজিল। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মঙ্গলবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা। 

ম্যাচে আধিপত্য করেও শুধু গোলই পায়নি দরিভাল জুনিয়রের দল। তারা ৭৪ শতাংশ বল দখলে রাখে, তাদের ৬৭৮টি পাসের বিপরীতে কোস্টারিকা দিয়েছে ২৪৮টি গোলপোস্ট লক্ষ্য করে ১৯টি শট নিয়েছে ব্রাজিল, যারমধ্যে অন টার্গেট ছিল মাত্র ৩টি। 

এর আগে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, উরুগুয়ের মতো ফেভারিট দল শুভসূচনা করলেও পারল না ব্রাজিল। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫