সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা চালুর দাবি

প্রকাশ: জুন ২৫, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে তারাকান্দি যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিবিএর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা ঘণ্টাব্যাপী প্রধান ফটক অবরোধ করে রাখেন। এতে কারখানার প্রায় চার শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছরের ১৫ জানুয়ারি গ্যাস সংকটের অজুহাতে কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। প্রায় ছয় মাস ধরে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এ কারণে বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। লোহার যন্ত্রাংশগুলো জং ধরে গেছে। যেকোনো পদ্ধতি অবলম্বন করে হলেও সার কারখানা চালুর দাবি জানান বক্তারা। না হলে এই কারখানা পরবর্তী সময়ে আর চালু করা সহজ হবে না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫