মধ্যপ্রাচ্যে এআই বিস্তারে কাজ করছে এনভিডিয়া

প্রকাশ: জুন ২৫, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে উদ্যোগ নিয়েছে এনভিডিয়া। এ লক্ষ্যে কাতারি টেলিকম গ্রুপ ওরেডোর সঙ্গে চুক্তিও করেছে কোম্পানিটি। সম্প্রতি কোম্পানির প্রধান নির্বাহী সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্র এর আগে চীনে উন্নত চিপ রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এরপর চীন যেন এসব চিপ কেনার জন্য মধ্যপ্রাচ্যকে গোপন পথ হিসেবে ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে কয়েকটি দেশের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।

চুক্তির মাধ্যমে ওরেডো অঞ্চলটির প্রথম কোম্পানি হতে যাচ্ছে যারা কাতার, আলজেরিয়া, তিউনিসিয়া, ওমান, কুয়েত ও মালদ্বীপে নিজেদের বিভিন্ন ডাটা সেন্টার ক্লায়েন্টদের এনভিডিয়ার বিভিন্ন এআই ও গ্রাফিকস প্রযুক্তিতে সরাসরি প্রবেশের সুযোগ দিতে পারবে।

এনভিডিয়ার টেলিকম বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রনি ভাসিষ্ঠা বলেন, ‘‌এ প্রযুক্তি ওরেডোকে আরো ভালো উপায়ে তার গ্রাহকের কাছে বিভিন্ন জেনারেটিভ এআইভিত্তিক অ্যাপ্লিকেশন নিয়ে যেতে সাহায্য করবে।’

ওরেডোর সিইও আজিজ আলুথমান ফাখরু বলেন, ‘‌এ চুক্তির সহায়তায় আমাদের বিটুবি ক্লায়েন্টরা এমন সব সেবায় প্রবেশের সুযোগ পেতে যাচ্ছেন, যা সম্ভবত তাদের প্রতিদ্বন্দ্বীরা আরো ১৮-২৪ মাস পরও আনতে পারবে না।’ গত ১৯ জুন কোপেনহেগেনের টিএম ফোরামে স্বাক্ষরিত এ চুক্তির আর্থিক তথ্য প্রকাশ করেনি কোনো কোম্পানিই। এমনকি নিজস্ব ডাটা সেন্টারে এনভিডিয়ার কোন প্রযুক্তিগুলো ব্যবহার করা হবে সে বিষয়েও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫